রায়েরবাগে বাসের ধাক্কায় প্রাণ গেল ভাইয়ের, আহত বোন

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বাসচাপায় জসিম উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় সাথী (৩৩) নামে আরেক মোটরসাইকেল আরোহীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. মাসুম নামে একজন প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেলটিকে লাভলী পরিবহন নামে একটি বাস পেছন থেকে ধাক্কা মারে। এরপর চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায় এবং বাসটি চালকের মাথার ওপর দিয়ে দ্রুতবেগে চালিয়ে সটকে পড়ে। মোটরসাইকেলের পেছনে নারীও গুরুতর আহত হয়েছেন। তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
জানা যায়, তারা দুজন খালাতো ভাই-বোন। ডেমরা মাতুয়াইল মেডিকেলের পাশে বাসা তাদের।
এদিকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে আসেন নিহত জসিমের ছেলে। তখন তার বাবার মরদেহ পুলিশের গাড়িতে করে নেওয়া হচ্ছে ঢামেকে। আর গাড়ির এক কোনে বসে নীরবে চোখের পানি ফেলছেন হতভাগ্য ছেলে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মরদেহ যাত্রাবাড়ী থানার একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক মিয়া বলেন, মাতুয়াইল মেডিকেলের পাশ থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রায়েরবাগ প্রধান সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে কি বাসের চাপায় তিনি মারা গেছেন তা এখনো জানতে পারিনি। জানার চেষ্টা চলছে, বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসএইচআর/এসএএ/এসএম