হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সাখাওয়াত হোসেন নিলয় (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রুপা আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে নিলয়কে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রূপা বলেন, আমার স্বামী সিয়াম গ্রুপে চাকরি করেন। রাতে আমরা মোটরসাইকেলে করে ঘুরতে ডেমরার বাসা থেকে বের হয়েছিলাম। পরে বাসায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে জোরে ধাক্কা দেয়। আমার স্বামী এবং আমি গুরুতর আহত হই। পরে একজন পথচারী আমাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আমাদের বাড়ি চাঁদপুরের কচুয়া থানা এলাকায়।
তাদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী হোসাইন বলেন, গুলিস্তানে হানিফ ফ্লাইওভারে ওঠার রাস্তায় আহত অবস্থায় তারা পড়েছিলেন। পরে আমি তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক নিলয় নামে একজনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী জরুরি বিভাগে চিকিৎসাধীন। তবে তিনি এখনো জানেন না তার স্বামী মারা গেছেন। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা ঢাকা মেডিকেলে আসছেন।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ/