আদালতের আদেশের ১০ মাসেও ওয়ারিশ সনদ দেননি চেয়ারম্যান

আদালতের আদেশ পাওয়ার ১০ মাস পেরিয়ে গেলে ওয়ারিশ সনদ দেননি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজীম উদ্দিন। এ কারণে বুধবার (২৬ জুলাই) তাকে শোকজ করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদূর রহমান।
একই সঙ্গে আগামী ১৪ আগস্ট সশরীরে হাজির হয়ে আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
আদালত সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দায়ের করা একটি খেলাপি ঋণের মামলার বিবাদী মোহাম্মদ শাহ আলম গত বছরের ১১ ফেব্রুয়ারি মারা যান। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হেকমতের বাড়ি এলাকায়। মৃত্যুর বিষয়ে অবহিত হওয়ার পর শাহ আলমের ওয়ারিশদের পক্ষভুক্ত করতে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর গত বছরের ৩১ আগস্ট ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানকে শাহ আলমের ওয়ারিশ সনদ দিতে আদেশ দেন আদালত।
কিন্তু আদালতের আদেশ দেওয়ার সাত ধার্য তারিখ এবং ১০ মাস পেরিয়ে গেলেও ওয়ারিশ সনদ প্রদান করেননি চেয়ারম্যান। এ কারণে অভিযুক্ত চেয়ারম্যানকে আদালতে হাজির হয়ে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানাতে বলেছেন আদালত।
এমআর/এসকেডি