পরনের কাপড় দেখে টিটুকে শনাক্ত করে পরিবার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

২৬ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম


পরনের কাপড় দেখে টিটুকে শনাক্ত করে পরিবার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মোহাম্মদ টিটু (৩৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে নগরের পশ্চিম মাদারবাড়ির পুলিশ ফাঁড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ টিটুর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ্দ গহিরা এলাকায়। তার বাবার নাম কালু চৌকিদার। 

পুলিশ জানিয়েছে, গত ২৩ জুলাই কয়েকজনের সঙ্গে নৌকা নিয়ে মাছ ধরতে যায় টিটু। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মাদারবাড়ির পুলিশ ফাঁড়ি এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর শরীরে পচন ধরায় আঘাতের চিহ্ন আছে কি না বুঝা যাছে না। পরনের কাপড় দেখে পরিবারের লোকজন টিটুকে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এমজে

Link copied