ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর ওয়ারী থানার ধোলাইখাল পুকুরপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত মনির হোসেনের স্ত্রী খোদেজা বেগম বলেন, আমার স্বামী হার্ডওয়ারের ব্যবসায়ী। আজ মাগরিবের নামাজের পর দোলাইখাল পুকুর পাড়ের ২৯ নং লালমোহন শাহ স্ট্রিটে নিজের নতুন একটি দোকানে রং করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা ৩৩ নং লাল মোহন সাহা স্ট্রিটের একটি বাড়িতে ভাড়া থাকি। আমাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার জগতপুর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এসকেডি