বিএমইটির কর্মচারী সমিতির সভাপতি পাটোয়ারি, সম্পাদক নূর

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নন-গেজেটেড সরকারি কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন (২০২৩-২৬) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১০৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মো. নিজামউদ্দিন পাটোয়ারী। একই সংখ্যক ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ নুর-এ-আলম।
বৃহস্পতিবার ঢাকার বিএমইটি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৩ জন। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচনে দুটি প্যানেলে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. নাজমুল হক এই ফলাফল রাতে ঘোষণা করেন।
দুটি পদ বাদে বাকি সব পদেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নিজাম-কামরুল-আলম পরিষদ।
সমিতির নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো. কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে টি এ এম ছানাউল্লাহ ভূঁইয়া, অর্থ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল রানা সুমন, প্রচার সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আনিচুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক পদে মো. নবীনুর ইসলাম, মহিলা সম্পাদক পদে বেগম শিরিন আক্তার, সহ-অর্থ সম্পাদক পদে মো. ফরিদ মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে মো. শওকত হোসেন, রতন চন্দ্র মজুমদার, রাজু আহমেদ, মো. বিপুল হোসেন, মো. বাদশা মিয়া বিজয়ী হয়েছেন।
এনআই/এমএ