মঙ্গলবার থেকে দ্বিগুণ মূল্য গুনতে হবে ড্রিংকওয়েলের বুথের পানিতে

ঢাকা ওয়াসার সঙ্গে চুক্তিভিত্তিক পানির বুথ স্থাপন করা প্রতিষ্ঠান ড্রিংকওয়েল তাদের পানির এটিএম বুথে মঙ্গলবার (১ আগস্ট) থেকে লিটারপ্রতি পানির দাম বাড়াচ্ছে। পানির দাম বেড়ে দ্বিগুণ হচ্ছে।
জানা গেছে, যে পানি আগে প্রতি লিটার ৪০ পয়সা করে পাওয়া যেত, সেই পানি মঙ্গলবার থেকে ৭০ পয়সা করে দাম নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। এর সঙ্গে আরও ১০ পয়সা ভ্যাট যুক্ত হয়ে গ্রাহককে ড্রিংকওয়েলের বুথ থেকে প্রতি লিটার পানি কিনতে হবে ৮০ পয়সায়।
এদিকে ড্রিংকওয়েলের পক্ষ থেকে তাদের গ্রাহকদের এসএমএসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের পাঠানো এসএমএসে দাম বাড়ানোর বিষয়ে কারণ হিসেবে ড্রিংকওয়েল উল্লেখ করেছে, বর্তমান বৈশ্বিক মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির কথা বিবেচনায় রেখে সেবার মান অব্যাহত রাখার লক্ষ্যে ১ আগস্ট থেকে এটিএম বুথ থেকে প্রাপ্ত পানি প্রতি লিটার ৭০ পয়সা ও ভ্যাট ধার্য করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) ড্রিংকওয়েলের গুলিস্তান বুথের সুপারভাইজার আমিনুল ইসলাম বলেন, আরও বেশ কিছুদিন আগ থেকে আমাদের গ্রাহকদের লিফলেট বিতরণের মাধ্যমে আমরা বিষয়টি জানিয়ে আসছি। এছাড়া সবগুলো বুথে এই বিষয়ে ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সব পদ্ধতি মেনেই ১ আগস্ট থেকে প্রতি লিটার পানির মূল্য ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে, সঙ্গে যুক্ত হবে ভ্যাট।
অন্যদিকে ড্রিংকওয়েলের বুথের পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে অনেক গ্রাহকই এর সমালোচনা করছেন। রাজু আহমেদ নামের একজন গ্রাহক এ বিষয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ড্রিংকওয়েল এর পানি এর আগে (আজ ৩১/০৭/২০২৩) ভ্যাটসহ লিটার ছিল ০.৪০ পয়সা। ০১/০৮/২০২৩ থেকে তা ভ্যাট ছাড়া ০.৭০ পয়সা লিটার! ভ্যাটসহ ০.৮০৫ পয়সা লিটার! এক লাফে দ্বিগুণেরও বেশি! কারণ হিসেবে বৈশ্বিক অবস্থার কথা বলা হয়েছে! শুধু পানি নয় গত দুই বছরে সব কিছুর মূল্য দ্বিগুণের বেশি। আমাদের বেতন কিন্তু গত ২/৩/৪ বছরেও দ্বিগুণ হয়নি।
জানা গেছে, ঢাকা ওয়াসার সঙ্গে চুক্তির মাধ্যমে ড্রিংকওয়েলের ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে রাজধানীতে। এর মধ্যে বর্তমানে চালু আছে ২৯৭টি বুথ। এসব বুথ থেকে প্রতিদিন প্রায় ১৪ লাখ লিটার পানি টাকার বিনিময়ে সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে। ব্যাংকের এটিএম কার্ডের মতো আর এফআইডি কার্ড পানির বুথের মেশিনের নির্দিষ্ট স্থানে রাখলে কল থেকে পানি বেরিয়ে আসে। গ্রাহকরা এই পানি নিজেদের পাত্রে সংগ্রহ করে নেন। এতে ৫০ টাকা দিয়ে কার্ড করে ১০ থেকে ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায় ওইসব বুথগুলো থেকেই। মেশিনে কার্ড ধরলে যে পরিমাণ খাওয়ার উপযোগী পানি গ্রাহক নেবেন, সেই অনুযায়ী দাম কেটে রাখা হয়।
এএসএস/জেডএস