হেফাজতের হামলা : আহত সাংবাদিকদের জন্য ক্ষতিপূরণ চাইবে ডিইউজে

হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সু-চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। পাশাপাশি যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাবে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা জানান ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ।
তিনি বলেন, হেফাজত বাংলাদেশের স্বাধীনতা মানে না, এরাও শিবির। হরতাল চলাকালে হেফাজতের কর্মীদের দ্বারা সংবাদকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। তাদের ছবি ও ফুটেজ রয়েছে। এদের গ্রেফতার করা ২ ঘণ্টার ব্যাপার। কিন্তু ২৪ ঘণ্টা পরও গ্রেফতারের কোনো খবর নেই।
তিনি আরও বলেন, হেফাজতের হরতাল কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সু-চিকিৎসা ও ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবো। একইসঙ্গে যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবো মন্ত্রীর কাছে।
ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এর প্রতিবাদ করছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, প্রশাসন এখনও তাদের চিহ্নিত করেত পারেনি। এটা অদ্ভুত ব্যাপার। দ্রুত এই জঙ্গিদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, করোনায় সব প্রতিষ্ঠানে পালাক্রমে অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সংবাদকর্মীদের এখনও পালাক্রমে অফিসের নির্দেশনা আসেনি। এছাড়াও চলছে ছাঁটাই। গণমাধ্যমকর্মীদের গাড়ি সুবিধা দিতে হবে এবং করোনায় আক্রান্ত হলে সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। এখনও যেসব প্রতিষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বকেয়া রয়েছে, রোজার আগে তাদের বকেয়া পরিশোধ করতে হবে।
ডিইউজে আয়োজিত সমাবেশ সঞ্চালনা করেন ডিইইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান এবং প্রচার সম্পাদক আছাদুজ্জামান প্রমুখ।
এমআই/আরএইচ