৯৯৯-এ কল, বিষপান করা ব্যক্তিকে বাঁচাল পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঝালকাঠির নলছিটির বিষপান করা এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) জরুরি সেবা ৯৯৯ নম্বরের পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে ৯৯৯-এ একজন কলার ফোন করে জানান, তিনি পেশায় একজন গাড়িচালক। বিভিন্ন কারণে তিনি হতাশাগ্রস্ত। তার ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সম্প্রতি জায়গা-জমির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইদের সঙ্গেও বিরোধ দেখা দিয়েছে। পরিবারের অন্য সদস্যদের দ্বারা তিনি এবং তার স্ত্রী প্রতিদিনই অপমান ও গঞ্জনার শিকার হচ্ছেন।
আর বেঁচে থাকতে চাননা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে কলার আরও জানান, ৯৯৯-এর কাছে মনের কষ্ট জানিয়ে বিষ পান করবেন। এ সময় তাকে সমস্যার আইনি সহায়তা প্রদান করার আশা দিয়ে এ ধরনের আত্মঘাতী কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ কলারের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে নলছিটি থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়। এক পর্যায়ে কলার বিষ খেয়ে ফেলে।
পরে নলছিটি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় আত্মহত্যা প্রচেষ্টাকারী ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক মাসুদ জাতীয় জরুরি সেবাকে জানান, কলারের পাকস্থলী পরিষ্কার করা হয়েছে, জ্ঞান ফিরে এসেছে। পরবর্তী চব্বিশ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এমএসি/এমএইচএস