ডেঙ্গু প্রতিরোধে ইসির মাঠ কর্মকর্তাদের নির্দেশনা

দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার ফলে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন অফিসগুলো পরিষ্কার করার পাশাপাশি পানি জমার স্থানগুলো বিনষ্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৬ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সাধারণ সেবা শাখার উপ-সচিব রাশেদুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেন।
নির্দেশনায় বলা হয়, সম্প্রতি সময়ে ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমানো পানি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনসহ ইত্যাদি কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র প্রসারিত হচ্ছে, যা মূলত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের জন্য দায়ী। এডিস মশার প্রজনন রোধই পারে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে রক্ষা করতে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিসহ এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো বিকল্প নেই।
নির্দেশনায় আরও বলা হয়, ডেঙ্গু রোগ প্রতিরোধকল্পে এডিস মশার প্রজনন রোধে নির্বাচন ভবন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল এবং আবাসস্থলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ পানি জমার পাত্র বা স্থানসমূহ বিনষ্ট করতে নির্দেশনা দেওয়া হলো।
এসআর/এফকে