প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘স্ত্রীর মামলায় এমপির ছেলে কারাগারে’— শিরোনামে গত ১৯ মে ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্যের ছেলে রাইসাল হাসান ইভান।
নিজ আইনজীবীর মাধ্যমে পাঠানো এ সংক্রান্ত নোটিশে তিনি উল্লেখ করেন, ‘একটি তদন্তাধীন ও আদালত কর্তৃক বিচারাধীন মামলার বিষয়বস্তু কোনোপ্রকার সত্যতা যাচাই ছাড়াই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটি প্রকাশনার ফলে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক ভাবমূর্তি এবং পারিবারিক ঐতিহ্য ও সুনাম বিনষ্ট হয়েছে।’
সেখানে আরও বলা হয়, ‘বিষয়টি বিচারাধীন অবস্থায় কোনো রূপ বিজ্ঞ আদালতের পূর্ব অনুমতি ব্যতিরেকে প্রচার করা হয়েছে। তদন্তাধীন অবস্থায় সত্য-মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে একজন প্রয়াত সংসদ সদস্যের নাম শিরোনামে উপস্থাপনের মাধ্যমে সংবাদটি অতিমাত্রায় আকর্ষণীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে একজন মৃত ব্যক্তির সুনাম বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে।’
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে— উল্লেখ করা হয় নোটিশে।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে বিজ্ঞ আদালতের মতামত উপস্থাপন করা হয়েছে। তথ্য উপস্থাপনের ক্ষেত্রে ভুক্তভোগীর মামলার এজাহারে উল্লিখিত তথ্য গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য বা তথ্য নেই।
এমএআর/
