ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার বিতরণ করতে চিঠি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় পোস্টার বিতরণ করতে দেশের সব সিটি কর্পোরেশনকে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এ বিভাগ থেকে সম্প্রতি দেশের সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সকল সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর সভাপতিত্বে ১৯ জুলাই ৩য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচনার পরিপ্রেক্ষিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পোস্টার প্রস্তুত করা হয়েছে।
এ অবস্থায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিত পোস্টারটি নিজ উদ্যোগে প্রিন্ট করে সিটি কর্পোরেশন এলাকায় বিতরণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
এসএইচআর/এসকেডি