দিনব্যাপী যুব দিবস আয়োজন করতে যাচ্ছে লাইটহাউজ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান করতে যাচ্ছে লাইটহাউজ। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
শুক্রবার (১১ আগস্ট) শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লাইটহাউজের নির্বাহী প্রধান হারুন অর রশিদ বলেন, আন্তর্জাতিক যুব দিবস যুবকদের সমস্যার মোকাবিলা ও টেকসই উন্নয়ন অর্জনে ভূমিকা রাখে। উন্নয়নশীল দেশে বসবাসকারী তরুণরা মানসিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ চ্যালেঞ্জগুলো নিয়ে স্থানীয়, প্রাতিষ্ঠানিক ও সরকারি পর্যায়ে আলোচনা করা উচিৎ। যুব উন্নয়নে যেসব নীতিমালা রয়েছে, সেগুলো আরও সহজ করে তোলা প্রয়োজন। যাতে তার সুফল পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালীন নোমানি, আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে টেলিভিশনে যুব দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রচার করা হবে। দুপুর ২টায় কড়াইল বস্তির এরশাদ স্কুল মাঠ থেকে শুরু হবে র্যালি। এছাড়া জনবহুল এলাকায় দিবসের প্রতিপাদ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে ঢাকা এবং গাজীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।
ওএফএ/এফকে