‘ইমাম মাহমুদের কাফেলা’র ডাকে ঘরছাড়া ফাহিমকে ফিরে আসার আকুতি বাবার

নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র ডাকে ঘর ছেড়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী ফাহিম খান (১৭)। শনিবার (১৩ আগস্ট) মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানের আগে সেখান থেকে পালিয়ে যায় সে।
ফাহিমের পরিবার সূত্রে জানা যায়, সে যশোর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে। তার বাড়ি যশোরের কোতোয়ালি থানা এলাকায়। তার বাবা যশোরে কর্মরত আইনজীবী আয়ুব খান বাবুল। গত ২৮ জুলাই নিজ বাসা থেকে ফাহিম নিখোঁজ হয়। নিখোঁজের পর ফাহিমের বাবা এ বিষয়ে যশোরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার (১৩ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ফাহিমের বাবা আয়ুব খান বাবুল।
আরও পড়ুন : মৌলভীবাজারে জমি কিনে আস্তানা গড়ে ‘ইমাম মাহমুদের কাফেলা’
তিনি বলেন, ফাহিম যশোর জেলা স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরে নটরডেম কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার পরে সে হোস্টেলেই থাকত। প্রথমবর্ষে ভালো ফলাফল করলেও পরে অসুস্থ থাকায় পড়াশোনায় তার গ্যাপ পড়ে। ফলে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে মানসিকভাবে একটু বিষণ্ন ছিল। তার এ বিষণ্ন থাকার সময়টায় কোনো না কোনোভাবে সে জঙ্গি সংগঠনের ফাঁদে পা দেয়।
ফাহিম গত ২৮ জুলাই সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। নিখোঁজের পর থানায় একটি জিডিও করা হয়।
ফাহিমকে ফেরার আকুতি জানিয়ে বাবা বাবুল বলেন, ফাহিম তুমি যেখানেই থাকো না কেন, ফিরে আসো আমাদের কাছে। সরাসরি পরিবার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হোক, তুমি ফিরে আসো। তোমাকে হারিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে। বাবা তুমি যা পারো তাই করে খেয়ো, আমরা আর পড়াশোনা নিয়ে চাপ দেব না। কিন্তু তুমি যদি অসৎ ব্যক্তি বা সংগঠনের মাধ্যমে ভুল পথে গিয়ে থাকো, তুমি ফিরে আসো। আজ ১৬ দিন তোমাকে না পেয়ে পৃথিবী অচল। অনেক কষ্ট করে তোমাকে বড় করেছি।
এমএসি/এসএসএইচ/