বৃষ্টির দিনে কাচ্চিতে বুঁদ সুইডিশ রাষ্ট্রদূত

বাংলাদেশি খাবারে বুঁদ হওয়া বিদেশি কূটনীতিকদের মধ্যে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে অন্যতম। প্রায়ই বাংলাদেশি খাবার খেয়ে টুইটে পোস্ট করেন তিনি। এবার বৃষ্টির দিনে কাচ্চি বিরিয়ানিতে মজেছেন তিনি।
রোববার (১৩ আগস্ট) রাজধানীর একটি দোকানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার ছবি পোস্ট করেছেন রাষ্ট্রদূত লিন্ডে।
টুইটে সুইডিশ রাষ্ট্রদূত লিখেছেন, খাসির কাচ্চি সাথে আলু, আহ! রিম ঝিম বৃষ্টিতে, কাচ্চি খাচ্ছি শান্তিতে।
কাচ্চি খাওয়ার অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে লিন্ডে লিখেছেন, একটি কাচ্চি বিরিয়ানি দিয়ে বৃষ্টিময় সপ্তাহ শুরু করার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। মাটনের নরম টুকরো, রসালো আলু, সুগন্ধি চাল আত্মাকে শান্তি দেয়।
এনআই/এসকেডি