রাজধানীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকার একটি বাসা থেকে জাহানারা বেগম (৬৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে মাসুদ বলেন, আমরা নিজেদের বাড়িতে থাকি। গত বছর আমার মায়ের করোনা হয়। এরপর থেকে তার হার্ট ও কিডনিতে সমস্যা। সঙ্গে ডায়াবেটিসও আছে। এমনিতেই তার বয়স বেশি। ডাক্তার খাবারের রুটিন করে দিয়েছে। হাই পাওয়ারের ওষুধ খেতেন। বিভিন্ন সময় এটা ওটা খেতে চাইতেন। কিন্তু ডাক্তারের নিষেধ থাকায় দিতে পারতাম না। এ নিয়ে তিনি রাগারাগি করতেন। বোনের কাছে বিচার দিতেন। কী করব, কোনো কোনো সময় অল্প করে দিতাম। একটি আপেল চারদিন ধরে কেউ খেতে পারে? ডাক্তার বলেছেন, তাই নিয়ম মতোই তাকে খাওয়াতাম। এজন্যই হয়তো আম্মা নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরএইচ