এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

রাজধানীর এলিফ্যান্ট রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাটা সিগন্যাল থেকে নিউমার্কেটের গাউছিয়ার দিকে অভিযান শুরু হয়। এসময় ফুটপাতে থাকা অবৈধ দোকান ও ভ্যানগাড়ি ভেঙে দিতে দেখা যায়।
অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নিয়ম অনুযায়ী এখানকার অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে আমাদের অভিযান শুরু হয়। শুরুতে ব্যবসায়ীরা কিছুটা বাধা দিলেও এই মুহূর্তে নির্বিঘ্ন অভিযান চলছে, কোনো সমস্যা নেই।
সরেজমিন দেখা যায়, বাটা সিগন্যাল থেকে শুরু করে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে শহীদ জননী জাহানারা ইমাম সরণি পর্যন্ত সড়কের পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ সময় ফুটপাতের পাশের ব্যবসায়ীদের দোকান থেকে মালামাল সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করতে দেখা যায়।
রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, ফুটপাতে দোকান বসিয়ে বেচাকেনা করে যে ইনকাম করি তা দিয়ে আমাদের পরিবার পরিজন চলে। আজকের অভিযানের পর আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমাদের প্রতি এমন অবিচার না করলেও হত।
আরএইচটি/জেডএস