রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক গুরুতর আহত

রাজধানীর মালিবাগের শাহী মসজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের নবম তলার মাচাং ভেঙে পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সাব্বির (১৯), আশরাফুল (১৯) ও কামরুজ্জামান (২৪)।
শনিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সোয়া একটায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা রাজশাহীর গোদাগাড়ী থানার বাসিন্দা।
আহতদের সঙ্গে আসা শ্রমিক বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, নির্মাণাধীন ৯ তলা ভবনে প্লাস্টারের কাজ চলছিল। হঠাৎ মাচাং ভেঙে তিন জন পড়ে গুরুতর আহত হয়েছেন। এখন কী হয় বলা যাচ্ছে না। আমরা সিডনি হোমসের কাজ করছিলাম। তবে তারা ডেভেলপার কোম্পানির সঙ্গে যোগাযোগের কোনো নম্বর দিতে পারেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা এখন জরুরি বিভাগে রয়েছেন।
আরএইচ