উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম


উত্তরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে পড়ে নাজমুল হোসেন (২৪) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুলকে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আবু তাহের বলেন, উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৭ তলা নির্মাণাধীন ভবনের ৩ তলায় রড কাটার কাজ করছিলেন নাজমুল। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাজমুল। পরে স্থানীয় তিনটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানার ছোট দারা গাওয়া গ্রামে। নাজমুল ওই এলাকার আব্দুর লতিবের ছেলে ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে তার মরদেহ রাখা হয়েছে। আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানিয়েছি।

এসএএ/এফকে

Link copied