উত্তরায় ধারালো অস্ত্রের আঘাতে স্কুল শিক্ষার্থী নিহত

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের চা খেয়ে ফেরার পথে বখাটেদের ছুরিকাঘাতে মো লিমন মিয়া(১৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে উত্তরার আই ই এস স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার(১৭ আগষ্ট) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া দশটায় মৃত ঘোষণা করেন।
নিহত লিমন মিয়ার বন্ধু লিয়ন বলেন, `আমরা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে জহুরা মার্কেটের সামনে থেকে চা খেয়ে বাসায় ফিরছিলাম। এ সময় এলাকার কয়েকজন বখাটে ছেলে ওবায়দুর ও মমিনুলসহ তিনজন লিমনকে ডাক দেয়। পরে লিমন তাদের ডাকে সাড়া না দেওয়ায় লিমনকে গালিগালাজ শুরু করে। পরে লিমন এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র লিমনের বুকে ঢুকিয়ে দেয়।’
এ ঘটনায় আরো একজন আহত হয় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে লিমন কে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সে আরো বলে, ‘ওরা এলাকার বখাটে এজন্য লিমনের মা তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করেছেন। কিন্তু আজ লিমনকেই তারা মেরে ফেলল।’
লিমন বর্তমানে ৫ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৯ /ই বাসায় ভাড়া থাকতো। তাদের বাড়ি জামালপুর জেলার সদর থানার গৈনাতপুর এলাকায়। লিমন আগামী বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার বাবা আব্দুল খালেক একজন রিক্সা চালক।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি উত্তরা পশ্চিম থানা কে জানিয়েছি।
এসএএ/ এসএমডব্লিউ