আরএফআইডি ট্যাগ প্রতিস্থাপনের সুযোগ মেঘনা-গোমতী টোল প্লাজায়

ইটিসি সেবা গ্রহণের জন্য সম্পূরক শুল্ক এবং ভ্যাটসহ ৬৬২ টাকা পরিশোধ করে অকার্যকর আরএফআইডি ট্যাগ তাৎক্ষণিক প্রতিস্থাপন করার সুযোগ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আপাতত এই সুবিধা গ্রহণ করা যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম রোডের মেঘনা-গোমতী টোল প্লাজায়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিআরটিএর জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সেতুতে ইতোমধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইলেকট্রনিক টোল আদায় করা হয়েছে। মোটরযানে সংযোজিত কার্যকর আরএফআইডি ট্যাগ ব্যবহার করে খুব সহজেই টোল প্লাজায় মোটরযান না থামিয়ে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে টোল ফি পরিশোধ করা যায়। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ধরনের মোটরযানে আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট সংযোজন করা থাকলেও ট্যাগ অকার্যকর তথা নষ্ট হয়ে যাওয়া/উইনশিল্ড ভেঙ্গে যাওয়ার কারণে ট্যাগবিহীন নতুন উইনশিল্ড প্রতিস্থাপন করা/উইনশিল্ড পরিষ্কার করার সময় রাসায়নিক জাতীয় পদার্থযুক্ত পানি দ্বারা ধৌত করার কারণে এর কার্যকারিতা নষ্ট হওয়ায় আরএফআইডি ট্যাগ ব্যবহার করে ইটিসি সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। ইটিসি সেবা গ্রহণে সব ধরনের মোটরযানে কার্যকর আরএফআইডি ট্যাগ থাকা আবশ্যক।
আরও বলা হয়, মোটরসাইকেল ব্যতীত অন্যান্য মোটরযানের কেবলমাত্র আরএফআইডি ট্যাগের পৃথক প্রতিস্থাপন মূল্য সম্পূরক শুল্ক এবং ভ্যাটসহ ৬৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। মেঘনা-গোমতী টোল প্লাজায় আরএফআইডি ট্যাগের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা করে অকার্যকর আরএফআইডি ট্যাগ তাৎক্ষণিক প্রতিস্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মোটরযান মালিকদের হুঁশিয়ারি করে বলা হয়েছে, অনলাইনে বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে প্রযোজ্য ফি জমা প্রদানের সময় সংশ্লিষ্ট সার্ভিস চার্জ উপরোল্লিখিত প্রতিস্থাপন মূল্যের সঙ্গে আদায়যোগ্য হবে। এ অবস্থায়, মেঘনা-গোমতী টোল প্লাজা অতিক্রমকালে অকার্যকর আরএফআইডি ট্যাগ তাৎক্ষণিক মোটরযানে প্রতিস্থাপন করে নেওয়ার জন্য মোটরযান মালিকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায়, মোটরযান মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমএইচএন/এমএ