ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতারণা : সতর্ক করল ভূমি মন্ত্রণালয়

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম


ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতারণা : সতর্ক করল ভূমি মন্ত্রণালয়

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এমতাবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

রোববার (২০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রার্থীরা যেন প্রতারিত না হন সেজন্য সবাইকে ভূমি মন্ত্রণালয় কিংবা এর দপ্তর/সংস্থায় নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার ওয়েবসাইটে যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ উপায়ে আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে এর আগে ভূমি মন্ত্রণালয় অনেকবার সতর্ক করেছে।

এসএইচআর/কেএ

Link copied