ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২১ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম


ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. বাসার (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বাসারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শাহিনুর মিয়া বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাসার। পরে অসুস্থ অবস্থায় তাকে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হাজতি বাসারের বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তার হাজোতি নং-৩৩৮০৫/২৩

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এসএএ/এমএসএ 

Link copied