তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আল আমিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা কাভার্ড ভ্যান চালক কবির হোসেন বলেছেন, ‘রাত ৯ টার দিকে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আমার গাড়ির কিছু অংশ ওয়েল্ডিং করার জন্য আল আমিনের দোকানে যাই। সেখানে গাড়িতে ওয়েল্ডিং এর কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্টে সে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘আল আমিন তেজগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা গ্রামে। সে ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিল।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমটিআই