হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন ১৬ সেপ্টেম্বর

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-৫ (হেমায়েতপুর থেকে ভাটারা) নির্মাণকাজ উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্মাণকাজের উদ্বোধন করবেন।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া।
পোস্টে বলা হয়, আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করবেন।
সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এ মেট্রো রেলে থাকবে ১৪টি স্টেশন।
এমএইচএন/এমএ