জনগণের বিপদে পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ : চসিক মেয়র

প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজনৈতিক সংকটসহ যেকোনো বিপদাপন্ন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) নগরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে এবং গ্রামীণফোনের সহযোগিতায় রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এক হাজার মানুষের হাতে ফুড প্যাকেজ তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বিপদে জনগণের পাশে দাঁড়ানো বঙ্গবন্ধুর আদর্শ। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা যেকোনো সংকটে সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। করোনা মহামারিতে সবাই যখন দূরে সরে গেছে, তখন আওয়ামী লীগ কর্মীরাই জনগণের পাশে দাঁড়িয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৃত্যুঝুঁকি নিয়ে করোনা মহামারি মোকাবিলা করেছে নেতাকর্মীরা। সম্প্রতি বন্যা-জলাবদ্ধতায়ও আওয়ামী লীগ কর্মীরা এগিয়ে এসেছে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নোমান আল মাহামুদ বলেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ সবসময় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে। আজকে দেশের যে উন্নয়ন তার ভিত্তি তৈরি করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে এবং থাকবে।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী পাভেল ও মো. ইমতিয়াজ।
এমআর/কেএ