নাচোলে অলেমা-চান্দ ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অলেমা-চান্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মাক্তাপুর গ্রামের বাসিন্দা অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) আতাউর রহমান তার পিতা-মাতার স্মরণে এ কর্মসূচি পালন করেন।
এর আগেও তিনি বিভিন্ন সময়ে এলাকার অসহায় দুঃস্থ মানুষের পাশে থেকে শীতবস্ত্র, করোনাকালে নাচোল উপজেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণসহ নানাভাবে সহযোগিতা করেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মাক্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, নাচোল উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকারুল পাশা, নাচোল উপজেলা প্রেস ক্লাব ও নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য নাজিরা পারভিন ও সমাজসেবক গোলাম মোস্তফা বিসুসহ প্রমুখ।
এমএ
