মাঠ পর্যায়ে উন্নয়নকাজ তদারকিতে কর্মকর্তাদের দায়িত্ব দিল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৪টি আঞ্চলিক কার্যালয়ের অধিভুক্ত এলাকায় বাস্তবায়নাধীন মাঠ পর্যায়ের কাজ তদারকির জন্য কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেছে সংস্থাটি।
শুক্রবার (২৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করে একটি দপ্তর আদেশ জারি করেন।
সচিব আকরামুজ্জামান জানান, ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্টের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ২, ৩, ৪ ও ৫ অধিভুক্ত এলাকায় বাস্তবায়নাধীন কাজ মাঠ পর্যায়ে তদারকি করতে কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, মাঠ পর্যায়ের কাজ তদারকিতে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথারীতি তাদের মূল পদের বেতন ভাতা প্রাপ্য হবেন।
এএসএস/এসকেডি