উন্মুক্ত স্থানে কাঁচাবাজার, খোলা থাকবে ৮টা থেকে ৪টা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এমন খবরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে শনিবার (৩ এপ্রিল) থেকেই ভিড় শুরু হয়। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত পণ্যও কিনে রাখছেন বলে জানা গেছে।
কঠোর বিধিনিষেধ আরোপ করে রোববার (৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ১১টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শনিবার বিকেল ৩টার পর থেকে দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। অনেকেই ১০ থেকে ১৫ দিনের বাজার নিয়ে বাড়ি ফিরছেন। এসব বাজারে সাধারণত দুপুর ১টার পরে ভিড় দেখা যায় না। তবে লকডাউন ঘোষণা আসছে এমন খবরে ওই দিন দুপুরের পর থেকেই ক্রেতাদের উপস্থিতি বেড়েছে।
উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন, সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। লকডাউন ঘোষণা করে শনিবার সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে। তবে শিল্প-কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল। পরে আজ (রোববার) কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এসআর/ওএফ