শ্রমিকদের আনা-নেওয়ার দায়িত্ব স্ব স্ব প্রতিষ্ঠানের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল (সোমবার) থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে এ নিষেধাজ্ঞার মধ্যেও খোলা থাকছে শিল্প-কারখানা। এক্ষেত্রে শ্রমিকদের আনা-নেওয়ার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানকে দায়িত্ব বেঁধে দিয়েছে সরকার।
রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে একটি নির্দেশনায় বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও আদালত এবং বেসরকারি অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা-নেওয়া করতে পারবে। শিল্প-কলকারখানা ও নির্মাণ কার্যাদি চালু থাকবে ৷ শিল্প-কারখানার শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএ থেকে শিল্প-কারখানা এলাকায় নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এসব নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচআর/জেডএস