কর্ণফুলী নদীতে জাহাজে আটকে ছিল যুবকের মরদেহ

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা একটি লাইটারেজ জাহাজে আটকে থাকা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সদরঘাট থানা এলাকার সাম্পান ঘাট বরাবর নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নৌ-পুলিশ সূত্র জানায়, নোঙর করা এমটি বে থ্রি গোল্ডেন এশিয়া নামে একটি জাহাজে আটকা ছিল আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ। তার পরনে হাফহাতা গেঞ্জি এবং কালো জিন্স প্যান্ট ছিল। তার মাথার চুল ৩ থেকে ৪ ইঞ্চি লম্বা মুখে ২ ইঞ্চি লম্বা দাঁড়ি ছিল।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, যুবকের মরদেহটি হালকা ফুলে গেছে এবং আংশিক পচন ধরেছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমআর/এসকেডি