প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টার পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
পাঁচ দেশের জোট ব্রিকসের সম্মেলনে যোগ দিতে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরে যান শেখ হাসিনা। জোহানেসবার্গে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা।
সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা তাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
২৭ আগস্ট (রোববার) সকালে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
এমএসআই/জেডএস