চট্টগ্রামে দিনে-দুপুরে যুবলীগ কর্মীকে কোপালো দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মো. ইমরান (৩০) নামে এক যুবলীগকর্মীকে দিন-দুপুরে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে থানার হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডে আরিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমরান মোহাম্মদ নগর ডা. মতিনের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্থানীয় কাউন্সিলর মোবরক আলীর অনুসারী।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন অংশ নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
এমআর/এমজে