আগারগাঁওয়ে এসি বাসে আগুন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৩, ১০:৫১ এএম


আগারগাঁওয়ে এসি বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও ট্রাফিক সিগন্যালে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার নীলিমা খানম জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেরিনা কোম্পানির একটি বাসে অগ্নিকাণ্ডের খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য জানা যায়নি। 

জেইউ/এমএ

Link copied