যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ইশতিয়াক হোসেন খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইশতিয়াক হোসেনকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী কাজল মিয়া জানান, আমরা ফুটপাতের একটি দোকানে বসেছিলাম। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাত পৌনে ১০টার দিকে নিহতের স্ত্রী শিউলী ও ছোট ভাই আবিদ হোসেন খান ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করেন।
আবিদ হোসেন খান জানান, আমার ভাই আজ রাতে সোনারগাঁও থেকে শান্তিবাগ ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে তিনি যাত্রাবাড়ী কেন নেমেছেন সে বিষয়ে কিছু বলতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এফকে