বোতলজাত পানির দাম বৃদ্ধি: ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তরকে সুপারিশ

খুচরা পর্যায়ে বোতলজাত খাবার পানির অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে জাতীয় প্রতিযোগিতা কমিশন। যেসব প্রতিষ্ঠান/কোম্পানি অতিরিক্ত দামে পানি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠিও পাঠানো হয়েছে।
সম্প্রতি জাতীয় প্রতিযোগিতা কমিশন এ চিঠি পাঠিয়েছে। এতে সই করেন কমিশনের জনপ্রশাসন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান।
চিঠিতে বলা হয়েছে, বোতলজাত খাবার পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিভিন্ন সূত্র থেকে অবহিত হওয়ার পর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একটি বাজার মনিটরিং টিম ঢাকা মহানগরীর একাধিক বাজার পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায়, সাম্প্রতিককালে দেশে বোতলজাত খাবার পানির দাম বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন : বোতলজাত পানিও ছোঁয়া নিষেধ!
/এমএম/এসএসএইচ/