চট্টগ্রামে বসতবাড়িতে চুরি, প্রেমিকসহ গৃহপরিচারিকা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বসতবাড়িতে চুরির অভিযোগে শারমিন আক্তার কলি (২২) ও তার প্রেমিক মনির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১২ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। আজ (সোমবার) আসামিদেরকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সদরঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার শারমিন চুরি যাওয়া বসতবাড়ির গৃহপরিচারিকা ছিলেন। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. আনোয়ারের মেয়ে। গ্রেপ্তার মনির উদ্দিন একই এলাকার মোক্তার আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ আগস্ট সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের কে. এম ড্রিমলেন্ড টাওয়ার চতুর্থ তলার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসার মালিক ও মামলার বাদী ছেলে-মেয়েদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ঘরে তার অসুস্থ শাশুড়ি ছিলেন। পরে তিনি বাসায় ফিরে আলমারি খোলা অবস্থায় দেখেন এবং ওইসময় অভিযুক্ত গৃহপরিচারিকা বাসায় ছিলেন না।
নগর পুলিশ কোতোয়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, চুরির ঘটনায় গত ১ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এতে সাড়ে ২১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করা হয়। রোববার অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারে করা হয়। আজ (সোমবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআর/এমএ