হাজারীবাগে নিরাপত্তাকর্মীকে মারধর, থানায় জিডি

লিফট চালু না করায় রাজধানীর হাজারীবাগে এক নিরাপত্তাকর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাজারীবাগ এলাকায় ১০ নম্বর শেরেবাংলা রোডে অবস্থিত নগর চৌধুরী বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ফজলুল কাদের চৌধুরী হেলাল, ফারহান ফোয়াদ সাদ ও মোহাম্মদ মুনাব্বিরের নাম উল্লেখ করে ফ্ল্যাট কমিটির পক্ষে সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিল্ডিংয়ের লিফট বিকেল সাড়ে ৩টা থকে ৪টা পর্যন্ত বন্ধ থাকে। এ সময় কেবলমাত্র অসুস্থ ও বয়স্ক ব্যক্তি এবং মেহমানদের জন্য লিফট চালু করা হয়।
কিন্তু ঘটনার দিন সোমবারও নির্দিষ্ট সময় লিফট বন্ধ থাকে। এসময় নিরাপত্তাকর্মী রফিকুলকে লিফট চালু করতে বলেন ফ্লাট মালিক ফজলুল কাদের চৌধুরী হেলালের মেয়ে। কিন্তু রফিকুল লিফট চালু করতে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চিৎকার চেঁচামেচি করেন তিনি।
পরে হেলালের ছেলে সাদ বহিরাগতদের নিয়ে নিরাপত্তাকর্মী রফিকুলকে দফায় দফায় কিলঘুষি ও লাথি মারেন। তারা নিরাপত্তাকর্মীদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।
এমএ
