ছাড়পত্র পেল ঢামেকে চুরির পর উদ্ধার হওয়া সেই নবজাতক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে চুরির পর উদ্ধার হওয়া সেই নবজাতক আব্দুল্লাহসহ তার মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, গত ৩১ আগস্ট ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল্লাহ নামে তিনদিন বয়সী এক নবজাতক চুরি হয়। পরে গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ কামরাঙ্গীরচর থেকে নবজাতকটিকে উদ্ধার করে। পরে নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। আজ দুপুরে চিকিৎসা শেষে নবজাতক ও তার মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেসময় ওই নবজাতকের মা-বাবাকে আমার পক্ষ থেকে আব্দুল্লাহর জন্য খেলনাসহ কিছু উপহারসামগ্রী দেওয়া হয়।
এদিকে শিশুটির বাবা হিরন মিয়া বলেন, হাসপাতালের পরিচালক, ডাক্তার ও নার্সসহ সবার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়েছেন ও খোঁজখবর নিয়েছেন। আব্দুল্লাহকে উদ্ধারের জন্য পুলিশ অনেক পরিশ্রম করেছে। আজ আমরা মিরপুর রূপনগরের বাসায় চলে যাচ্ছি।
এসএএ/কেএ