সুস্থ আছেন পরিবেশমন্ত্রী

উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অনেক আগে মন্ত্রী মহোদয়ের ডেঙ্গু হয়েছিল। এরপর তিনি সুস্থ হন।
দীপংকর বর আরও বলেন, তবে তিনি সম্প্রতি উচ্চ রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে মন্ত্রী মহোদয় সুস্থ আছেন। তিনি এখন বাসায় অবস্থান করছেন।
এসএইচআর/এসকেডি