মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭ 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম


মাছ ধরার ট্রলারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭ 

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রফিকুল ইসলাম নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট ৭ জেলের মৃত্যু হলো।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

কক্সবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ সেপ্টেম্বর ঢাকায় নেওয়ার পথে আয়ুব আলী নামে এক জেলের মৃত্যু হয়। ৩ সেপ্টেম্বর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গণি নামে একজনের মৃত্যু হয়। এরপর ৫ সেপ্টেম্বর  বিভিন্ন সময়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রহিম উল্লাহ (৩০), আরমান (২২), শাহিন (৩৫) ও শফিকুল ইসলাম (২৬) নামে চার জেলের মৃত্যু হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামে ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

এমআর/এসকেডি

Link copied