নাটোরে ওসমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাটোরে ওসমান গণি (৪৬) হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-২। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে নাটোরের লালপুরে জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন ওসমান গণি। এসময় একই গ্রামের মো. সাইফুল ইসলামসহ ৫/৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা করে। হামলাকারীরা ভিকটিমের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে ওসমান গণির স্বজনেরা এগিয়ে এলে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোরের লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল র্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে সাইফুলকে গ্রেপ্তার করে।
এমএসি/এমএ