চট্টগ্রামে রিভলবারসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানার বিশ্বকলোনী এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ মো. মামুন (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
সোমবার (৫ এপ্রিল) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তিনি বলেন, বিশ্বকলোনী আলহেরা মসজিদ সংলগ্ন ফারুক মার্কেটের সামনে কয়েকজন মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে বলে গোপন সংবাদে আসে। এই তথ্যের ভিত্তিতে রোববার (৪ এপ্রিল) দিনগত রাত একটার দিকে র্যাব-৭ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে মো. মামুনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, মামুনের দেহ তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় ১টি বিদেশি রিভলবার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মামুন অনেকদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছেন। এছাড়া অস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিলেন।
কেএম/এইচকে