সংশোধিত বাণিজ্য সংগঠন বিল যাচ্ছে সংসদে

সংশোধিত বাণিজ্য সংগঠন বিল-২০২৩ যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে তুলতে রিপোর্ট দিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্ব বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান অংশ নেন।
বৈঠকে 'বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল, ২০২৩' এর ওপর বিস্তারিত আলোচনা হয় এবং কিছু সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর/জেডএস