চট্টগ্রামে দেড় টন পচা চা ধ্বংস করলেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি গোডাউনে অভিযান চালিয়ে দেড় টন মেয়াদোত্তীর্ণ, দুর্গন্ধযুক্ত ও পচা চা জব্দ করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এসব চা ধ্বংস করা হয়।
রোববার (১০ সেপ্টেম্বর) উপজেলার বানুর বাজার এলাকার আছিব ব্রাদার্সের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গোডাউনটি বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
চা বোর্ড সূত্রে জানা গেছে, আছিব ব্রাদার্সের মালিক আছিবুর রহমানের মালিকানাধীন সৈয়দ টি ওয়্যারহাউজ হতে বাগানের ভালো চায়ের বস্তা এ গোডাউনে আনে। এরপর ভালো চাগুলো সরিয়ে বস্তায় নিম্নমানের চা ভরা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উক্ত গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ বিষয়ে চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, উৎকট দুর্গন্ধের কারণে গোডাউনটিতে অভিযান চালাতে কষ্ট হয়েছে আদালতের। কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে এসব মেয়াদোত্তীর্ণ চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এতে করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চা ব্যবসায় নানা ধরনের অনিয়ম প্রতিরোধে বোর্ড নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমআর/এফকে