বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডার নিজ বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত হাবিবের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, বাসায় আমার স্বামী ইলেকট্রিকের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাকে বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ফকির বাড়ি। সে ওই এলাকার মৃত আলী আহমেদ হাজির ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।
এসএএ/এমএ