দুদকের নতুন পিআরও আকতারুল ইসলাম

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম


দুদকের নতুন পিআরও আকতারুল ইসলাম

তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের নতুন উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক প্রধান পিআরও হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে বদলি করা হয়েছে। 

আকতারুল ইসলাম বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আকতারুল ইসলাম ২০২২ সালের ৩০ মে সিনিয়র তথ্য অফিসার হিসেবে পদোন্নতি পান। ১৯৭৬ সালের ১৫ মার্চ নাটোরের লালপুরের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মো.  আমির আলী সরকার ও মাতা কহিনুর বেগম গৃহিণী। বাবা-মার তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার ছোট দুই ভাই রয়েছে। স্ত্রী শামীমা ইয়াসমিন, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সহকারী হিসেবে আগারগাঁওয়ে কর্মরত। তাদের এক মেয়ে ও ছেলে সন্তান রয়েছে।

আরএম/কেএ

Link copied