চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৪৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪৩ জন।
জেলায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৬ জনে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৩১ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৮ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪৮৯ জন।
এমআর/এমএ