খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম


খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজধানীর খিলখেত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। 

তিনি বলেন, গতরাতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেইল ট্রেনে কাটা পড়েন ইকবাল হোসেন নামে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে না পারলেও পরে প্রযুক্তির সহায়তা তার নাম পরিচয় পাওয়া যায়। তার বাড়ি টঙ্গী পূর্ব থানা এলাকায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকা মেডিকেলে এসেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএএ/এমএ

Link copied