চার শর্তে আমদানি হবে ডিম

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম


চার শর্তে আমদানি হবে ডিম

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে চারটি শর্তে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চারটি প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করবে। 

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানগুলোতে পাঠানো চিঠিতে চারটি শর্তের কথা বলা হয়েছে।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড।

শর্তগুলো হলো: 

১. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু-মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। 

২. আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার কর্তৃক নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে।

৩. নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না।

৪. সরকারের অন্যান্য বিধি–বিধান প্রতিপালন করতে হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, চারটি কোম্পানিকে এক কোটি করে মোট চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ভোক্তাদের কথা বিবেচনায় নিয়ে আমরা এ অনুমতি দিয়েছি। আমাদের প্রতিদিন প্রায় চার কোটি ডিম প্রয়োজন হয়। সেই হিসেবে আমরা মাত্র একদিনের ডিম আমদানির অনুমতি দিয়েছি। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন হলে আমরা আরও বেশি ডিম আমদানির অনুমতি দেব। 

এসএইচআর/জেডএস

Link copied